স্টাফ রিপোর্টার ॥ সরকারের নির্দেশ অমান্য করে ভর্তি বাণিজ্যসহ নানা দুর্নীতির বরপূত্র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুল আলমের নজরে অর্ধলাখ টাকা মূল্যের রেইন্ট্রি গাছ। অভিযোগ উঠে আসাদুলের পাশাপাশী নগরীর জগদীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজের টিচার্স কাউন্সিলের একাংশ শিক্ষকরা জড়িত।
সরকারি আদেশ অমান্য করে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুল আলম, সহকারী শিক্ষক কাউসার হোসেন ও ধর্মী শিক্ষক এমদাদুল্লাহ আব্দুহুসহ একাধিক শিক্ষকরা মিলে অর্ধলাখ টাকার রেইন্ট্রি গাছ কেটে আত্মসাৎ করার পায়তারা চালাচ্ছেন বলেন জানা গেছে।
চলতি বছরের জানুয়ারি মাসের ৭ তারিখে স্কুলের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে টিচার্স কাউন্সিলের শিক্ষকরা পুকুরপাড়ের গাছ কাটার সিদ্ধান্ত নেন। দেশের কোন সরকারী সম্পত্তির উপর থাকা গাছ সরকারি আদেশ ছাড়া কাটলে তিন বছর কারাদণ্ড অথবা পঞ্চাশ হাজার টাকা জরিমানার বিধি রাখা হয় ২০১২ সালের বৃক্ষ সংরক্ষণ আইনে।
অথচ আইন থাকার পরেও সরকারের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে স্কুলের গাছ কেটে আত্মসাৎ করেন কতিপয় শিক্ষকরা। স্কুল সূত্র বলছে, ছয় মাস পূর্বে গাছটি মাঠির একাকংশ থেকে উল্টে যায়। র্দীঘ ৬ মাস পর্যন্ত এভাবে পরেছিল। ওইসময় গাছটি বিক্রি করে আত্মসাতের চেষ্টা করা হলে অনুমতি দেননি স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষক।
স্কুলের প্রধান শিক্ষক শাহ আলমকে জোড় পূর্বক ছুটিতে পাঠিয়ে গাছটি বিক্রি করে আত্মসাতের চেষ্টা চালায় আসাদুল আলমসহ শিক্ষকদের একাংশ। বন বা পরিবেশ অধিদপ্তর থেকে অনুমতি নেয়ার হয়েছে কিনা জানতে চাইলে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুল আলম সময়ের বার্তাকে বলেন, ‘সরকার নির্দেশ দিয়েছেন স্কুল পরিস্কার করার জন্য। এরই ধারাবাহিকতায় গাছটি কাটা হয়েছে।’