লিটু দেবনাথ, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। মহান একুশে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে (রাত ১২.০১ মিনিট) পটুয়াখালী পৌরসভা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে মহান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান পটুয়াখালী- ১ আসনের সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাভোকেট মোঃ শাহজাহান মিয়া, মহিলা এমপি কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরি, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান (পিপিএম), জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন মিয়াসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান, জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর, পৌরসভার মহিউদ্দিন আহম্মেদসহ কাউন্সিলরবৃন্দ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার ও ইউএনও লতিফা জান্নাতী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, জাসদ এর সভাপতি এড. আঃ হাই ও যুগ্ম সাধারন সম্পাদক জালাল আহমেদ, বিএনপির জেলা কমিটির সাবেক সাধারন সম্পাদক স্নেহাংশু সরকার কুট্রি সহ বিভিন্ন রাজনৈতিক, সামিজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের হাজার হাজার নারী, পুরুষ,শিশু-কিশোর-কিশোরী।
এছাড়াও বাদ জুম্মা পৌরসভার সকল মসজিদে মসজিদে মহান ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত এবং মন্দির ও গীর্জায় প্রার্থনার আয়োজন করেন পুরোহিতগন। পটুয়াখালী জেলা প্রশাসন করোনা ভাইরাসের কারণে দিবসটি পালনে সীমিত পরিসরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে, সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।