লিটু দেবনাথ।পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালী জেলার দুমকি উপজেলার ০৩নং মুরাদিয়া ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের উত্তর মুরাদিয়া মধ্য পাড়ায় জমিজমার বিরোধে সন্ত্রাসী হামলায় বাপ ছেলে সহ গুরুতর আহত ৫ জন।এদের মধ্যে সুনিল মিএ’র অবস্থা আশংকাজনক। বর্তমানে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল হাসপাতালে তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
ঘটনাটি গত ১৯/০৩/২০২১ তারিখ শুক্রবার আনুমানিক সকাল ৬.৩০ মিনিটের সময়। জানাগেছে, নীলকণ্ঠ তার ছেলে নির্মল মিত্র, সুশীল মিত্রসহ আরো ৫/৭ জন অজ্ঞাত সন্ত্রাসী মিলে দেশীয় অস্ত্র রামদা, বাংলা দা, লোহার রড দিয়ে এ হামলা চালায়।
আহত সুনিল মিএ’র স্ত্রী জানান, সকাল বেলা গরুর ঘর থেলে গরু নামিয়ে আসার সময় তাকে ডেকে জোর করে ধরে নিয়ে একটি ঘরে দরজা বন্ধ করে মারধর করে এবং দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্য মাথায় কোপ দেয়। এসময় আমার ছেলে সহ অন্যানরা ছুটে আসলে তাদের উপরে ও সন্ত্রাসীরা হামলা চালায়। এসময় মোট ৫ জনকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। আমি এর সুষ্ঠ বিচার চাই।
সুনিল মিত্রর আত্মীয় বিনা রানী মিত্র জানান, আমার সাথে নীলকণ্ঠ তার ছেলে নির্মল মিত্র, সুশীল মিত্রর সাথে জমিজমার নিয়ে অনেকদিন ধরে বিরোধে চলতেছে। সুনিল মিত্র আমার পক্ষে কথা বলায় এবং প্রতিবাদ করায় এই হামলা। আমি এর সুষ্ঠ বিচার চাই।
এই ঘটনায় আহতরা বর্তমানে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় দুমকি থানা মামলার প্রস্তুতি চলছে।