জন্মেছি এই সোনার বাংলার প্রিয় দেশে,
দেখিনি যে একাত্তরের স্বাধীনতার যুদ্ধ।
দেখেছি এই সোনার বাংলার ভূমি,
দিয়েছে লক্ষ লক্ষ মানুষ বাংলার মাটিতে প্রাণ।
শত শত মা বোনের লক্ষ লক্ষ মানুষের,
জীবনের বিনিময় ফিরে পেয়েছি বাংলার স্বাধীনতা।
মুজিব তোমায় জানাই হাজার সালাম,
তোমার প্রতি রয়েছে সকলের সম্মান।
স্বাধীনতার যুদ্ধে ডাক দিয়েছিলে সেদিন,
পাকিস্তানি হায়নারা ঘিরে ছিলে যেদিন।
মুজিব তোমায় জানাই বিনম্র শ্রদ্ধা,
তোমাকে ভালোবেসে ঘিরে আছে সারা বাংলা।
২৫ শে মার্চ হারালাম বাবাকে, ইজ্জত গেলো বোনের,
শপথ নিয়েছিলাম সেদিন আমি,বদলা দিবো খুনের।
মারল ‘মা’ কে পাকিস্তানিরা, ছিলাম বড় একা,
যোদ্ধা হলাম এখন আমি, পায়নি তাদের দেখা।
জন্মই আমার যোদ্ধা হয়ে, করতে জানি লরাই,
মুজিব সেনা হয়ে আমি, তাইতো এতো বড়াই।
মুজিব মানেই বাংলাদেশ,
বাঙালীর স্বপ্নের ঠিকানা প্রিয় দেশ।
মুজিব তোমায় জানাই সালাম ও সম্মান,
ফিরে পেয়েছি সোনার বাংলায় শান্তি মোরা।
ফিরে পেয়েছি সোনার বাংলার মুখ,
সেই বাংলার মাটিতে শেখ মুজিব।
নুর আতিকুন নেছা,
বরগুনা সরকারি মহিলা কলেজ।