স্টাফ রিপোর্টার ॥ সহকারী কমিশনার (ভূমি) এর সই জাল করে সম্পতি দখল! ভূয়া কাগজপত্র সাজিয়ে, জমি বিক্রির নামে অর্থ আত্মসাত। অত:পর ভুক্তভোগী কর্তৃক আদালতে মামলা দায়ের। বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ইউপি সদস্য মো: হাবিবুর রহমান মিন্টু ও মিন্টুর জামাই হিজলার তসিলদার রুহুল আমিনের বিরুদ্ধে। ভূক্তভোগী আল মামুনের অভিযোগ, সোলনার ২নং মৌজার ৮৬৫ খতিয়ানের বিভিন্ন দাগ থেকে মোট ৪ একর ২৮ শতাংশ জমি ২০১৭ সালের নভেম্বর মাসের ৬ তারিখ ১২৬৬৫ নং রেজিষ্ট্রিকৃত দলিলের মাধ্যমে চৌষট্টি লাখ টাকার বিনিময় বায়না চুক্তিপত্র করেন, মামুন।
বায়না সূত্রে জমির মালিক দাবীদার আল মামুনকে জমির দলিল না দিয়ে উল্টো হত্যার হুমকি ও বায়নাকৃত চৌষট্টি লাখ টাকা আত্মসাত করেন, ইউপি মেম্বার মো: হাবিবুর রহমান মিন্টু ও তসিলদার রুহুল আমিন। একপর্যায় বরিশালের বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি প্রতারনা মামলা দায়ের করেন, ভূক্তভোগী আল মামুন। এদিকে রেজিষ্ট্রিকৃত জমি জালজালিয়াতির মাধ্যমে তৈরী করা হয়েছে, এমন তথ্য ফাঁস হওয়ায় বিপাকে পরেন জমির মালিক দাবীদার মিন্টু ও মিন্টুর জামাই তসিলদার রুহুল আমিন।
অনুসন্ধান বলছে, ততকালীন বরিশাল সদর সহকারী কমিশনার (ভূমি) মো: ইলিয়াছুর রহমানের সই জাল করে, ২০১৫ সালের জুলাই মাসের ৯ তারিখ সোলনার ২নং মৌজার ৮৬৫ খতিয়ানের ৩৮৮, ৩৯১, ৪৯৫, ৪৯৪, ৪৯৭, ৪৯০, ৩৯০, ৪৯৯, ৫০০ ও ৫০১ দাগের মোট চার একর আটাইশ শতাংশ জমি নিজ নামে নামজারী করে নেন, বরিশাল সদর উপজেলার কড়াপুর-রায়পাশা ইউনিয়নের, মৃত: মোতাহার আলী হাওলাদারের ছেলে মো: হাবিবুর রহমান মিন্টু। র সহযোগিতা করেন বর্তমান হিজলা ইউনিয়নের তসিলদার ও হাবিবুর রহমান মিন্টুর মেয়ে জামাই মো: রুহুল আমিন।