হিজলা প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উপলক্ষ্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ শে ফেব্রুয়ারি সকাল ৮ টায় রাষ্ট্রের পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পমাল্য অর্পণ করেন ভাষা সৈনিক নায়েব আব্দুল কুদ্দুস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পণ্ডিত শাহবুদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের আহবায়ক কাজী লিয়াকত হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান প্রমুখ ।
এরপর শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা সংসদ, হিজলা থানা, সরকারি হিজলা কলেজ,সরকারি সংহতি মাধ্যমিক বিদ্যালয় , হিজলা হিসাব রক্ষণ অফিস,হিজলা ফায়ার সার্ভিস, বড়জালিয়া ইউনিয়ন পরিষদ, বিসিডি মাধ্যমিক বিদ্যালয়,হিজলা বি এল বালিকা মাধ্যমিক বিদ্যালয়, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, উপজেলা বিএনপি, হিজলা উপজেলা সাংস্কৃতিক মঞ্চ।
শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণের পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে আলোচনা সভা এবং দিবসটি উপলক্ষ্যে শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।